ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম (৩০) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের নেকমরদ কুমারগঞ্জ নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক।
জসিম উপজেলার কাশীপুর এলাকার সোলেমান আলীর ছেলে।
আহতরা হলেন— হরিপুর উপজেলার ভারডাঙ্গি গ্রামের জামালের ছেলে মুক্তারুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী মোছা. সুলতানা (২৫) এবং বালিয়াডাঙ্গী উপজেলার মহাজনের হাট এলাকার অনিন্দ্র রায়ের ছেলে সঞ্জয় রায় (২৭)।
তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফিরোজ আলম।