রাণীশংকৈলে কচ্ছপ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

আব্দুল্লাহ আল নোমান avatar   
আব্দুল্লাহ আল নোমান
****

নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।। 
রাণীশংকৈলে বিরল প্রজাতির একটি কচ্ছপ কিনে বাড়িতে রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক কৃষককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পৌরশহরের মহলবাড়ি এলাকার নিমাই চন্দ্র (৫০) এর বাড়ি থেকে ১১ কেজি ওজনের কচ্ছপটি উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান। এসময় উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন । 
স্থানীয়রা জানান, কচ্ছপটি খাওয়ার উদ্দেশ্যে পাইলট স্কুল সংলগ্ন কুলিক নদী থেকে এক জেলের কাছ থেকে কচ্ছপটি কিনে বাড়িতে নিয়ে আসে নিমাই। পরে প্রশাসনের লোকজন খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান,  জব্দকৃত কচ্ছপটি উপজেলা বন কর্মকর্তাকে হস্তান্তর করা হয়েছে। তার তত্ত্বাবধানে কচ্ছপটি দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে প্রেরণ করা হয়েছে।

আব্দুল্লাহ আল নোমান,
নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।
মোবাইল -০১৩০৩৫৮৬৬৮২
তাং-২৪/০৭/২৫

Nessun commento trovato