ঠাকুরগাঁও সংবাদদাতা।।
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ব্যারিস্টার রোকুনুজ্জামান রোকন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় ব্যারিস্টার রোকুনুজ্জামান রোকন বলেন, আমি আপনাদের এলাকার সন্তান কারো ভাই, কারো বন্ধু। এলাকার উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে এসেছি। আমি আগামী ত্রিয়োদশ নির্বাচনে ঠাকুরগাঁও -৩ আসন (পীরগঞ্জ - রাণীশংকৈল আংশিক) জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন তথা পরিবর্তনের কাজ আমার পক্ষে সহজ হবে। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার ও বিভিন্ন এলাকা উন্নয়নের ধারায় পাল্টে দেবো। আপনারা আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। এসময় পাইলট স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা বলেন, আপনি একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি এবং একজন বিশিষ্ট আইনজীবী। আপনার মতো উচ্চ শিক্ষিত ব্যক্তি জনপ্রতিনিধি হলে ঘুনে ধরা এ সমাজের চিত্র পাল্টে যাবে।