নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও।। রাণীশংকৈলে কৃষিকে আধুনিকায়নের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে “রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের মাঝে ২৫ টি রাইস ট্রান্সপ্লান্টার, ২৫ টি রিপার ও ২৫ টি পাওয়ার স্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার ( ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম, জেলা কৃষি প্রকৌশলী শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াত সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজান আলী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম সহ উপকারভোগী কৃষকবৃন্দ প্রমুখ।