নেজাম উদ্দীন- রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)
রাঙ্গুনিয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ আগস্ট, মঙ্গলবার, রাঙ্গুনিয়ার ঘাটচেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কাউন্সিল অধিবেশনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি প্রদীপ কুমার নন্দী এবং সঞ্চালনা করেন সাবেক সিনিয়র সভাপতি রনজিত দত্ত।
কাউন্সিল অধিবেশনে প্রধান শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে রনজিত দত্তকে সভাপতি এবং মুহাম্মদ আলী হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া পলাশ বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সিনিয়র সহ সভাপতি (পুরুষ) দীপন বৈষ্ণব, সিনিয়র সহ সভাপতি (মহিলা) বেগম ফাতেমা নাছরিন নূর, সহ সভাপতি জনাব মাদল বড়ুয়া, রঞ্জন কুমার বড়ুয়া, সত্য পদ দে, খালেদা বেগম এবং শায়লা শরমিন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজল বিন্দু বনিক এবং পম্পী দেবী নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে শংকর দাশ এবং সীমা সাহা নিযুক্ত হন। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে রুম্পা বড়ুয়া এবং দপ্তর সম্পাদক হিসেবে পলাস কুমার চৌধুরী দায়িত্ব পান। অর্থ সম্পাদক পদে দীপন দেওয়ানজি এবং সহ অর্থ সম্পাদক হিসেবে রুমা বল নিযুক্ত হন।
বক্তারা এই সমিতির মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষকদের পেশাগত সুরক্ষায় কাজ করে যাবার প্রতিশ্রুতি দেন। এছাড়া, দশম গ্রেড মামলার পূর্ণাঙ্গ রায় বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই কমিটি রাঙ্গুনিয়ার প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এবং শিক্ষকদের পেশাগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।