মাওলানা রইস উদ্দিনকে হত্যার অভিযোগে বিচারের দাবিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক অবরোধ হয়েছে। অবরোধের সময় হামলায় এক সংবাদকর্মী ৬ জন আহত হয়েছে। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সোমবার ( ৫ মে) সকাল ১০টার দিকে অবরোধের উপজেলার শান্তিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। ১০-১২জন লোক অবরোধকারী ও সংবাদকর্মীর উপর হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। এঘটনায় সংবাদকর্মী মুহাম্মদ রুবেল ও পোমরা ইউনিয়ন যুবসেনার সভাপতি মুহাম্মদ বেলাল, সাবেক সভাপতি মুহাম্মদ ফারুক শাহ, ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, সদস্য ফরহাদ, আজমাইনুর রহমান,জিহাদ আহত হয়েছেন।
সংবাদ কর্মী রুবেল বলেন, শান্তিরহাটে সড়ক অবরোধের সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে হঠাৎ ১০-১২জন লোক এসে আমার ওপর হামলা চালিয়ে মোবাইল ও ক্যামরা ভাংচুর করেন।
পোমরা ইউনিয়ন যুবসেনার সভাপতি মুহাম্মদ বেলাল বলেন, আমরা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করছি। হঠাৎ দলবেঁধে লোক এসে আমাদেরকে লক্ষ্যকরে হামলা করেন। এঘনটায় আমিসহ ৫ নেতাকর্মীরা আহত হয়েছেন।
উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মুহাম্মদ করিম উদ্দিন হাছান হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন আমরা রাঙ্গুনিয়ার ৪টি গুরুত্বপূর্ণ স্থানে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করেছি, কিন্তু পোমরা শান্তির হাটে আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। একজন ইমামের হত্যার বিচারের দাবিতে এমন হামলা ন্যাক্কারজনক।
সুন্নী ইমাম মাওলানা রইস উদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তারের প্রতিবাদের সারা দেশে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আহলে সুন্নত ওয়াল জামায়াত। আজ সকাল ৯টা থেকে সারা দেশের ন্যায় রাঙ্গুনিয়ায় ৪ স্থানে অবরোধ কর্মসূচি পালন করতে দেখা গেছে নেতাকর্মীদের। চট্টগ্রাম রাঙ্গুনিয়া কাপ্তাই সড়ক চন্দ্রঘোনা লিচুবাগান, মরিয়ম নগর চৌমুহনী, পোমরা শান্তিরহাট ও চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক রানীরহাটে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এদিকে সড়ক অবরোধের ফলে জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়।