close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রাঙ্গুনিয়ায় দক্ষিণ শিলকে শোহদায়ে কারবালা স্মরণে নূরে মদিনা সুন্নী সংগঠনের মাহফিল অনুষ্ঠিত..

Nezam Uddin avatar   
Nezam Uddin
রাঙ্গুনিয়ায় শোহদায়ে কারবালা স্মরণে নূরে মদিনা সুন্নী সংগঠনের মাহফিল অনুষ্ঠিত..

রাঙ্গুনিয়ায় শোহদায়ে কারবালা স্মরণে নূরে মদিনা সুন্নী সংগঠনের মাহফিল অনুষ্ঠিতদক্ষিণ শিলকে নূরে মদিনা সুন্নী সংগঠনের উদ্যোগে শোহদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।রাঙ্গুনিয়ার দক্ষিণ শিলক এলাকায় নূরে মদিনা সুন্নী সংগঠনের উদ্যোগে শোহদায়ে কারবালা স্মরণে একটি বিশাল মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৪ জুলাই দক্ষিণ শিলক পালেরটেক বটতলা গাউসিয়া ভবন চত্বরে এই মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলের উদ্বোধন করেন রাজাপাড়া শিলক ২নং ওয়ার্ডে আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি এবং নূরে মদিনা সুন্নী সংগঠনের উপদেষ্টা মাওলানা আবুল কালাম নঈমী। সভাপতিত্ব করেন নূরে মদিনা সংগঠনের সভাপতি এবং পশ্চিম শিলক কাদেরী জামে মসজিদে খতিব মাওলানা এমরান হোসাইন আল কাদেরী।মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কর্ণফুলী রুস্তম আলী মুন্সী জামে মসজিদের খতিব মাওলানা রবিউল হোসাইন আল কাদেরী। তিনি বলেন, "কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন (রা.) এর আত্মত্যাগ হক এবং বাতিলের ব্যবধানকে ফুটিয়ে তোলে, সত্য এবং মিথ্যার তফাৎকে স্পষ্ট করে।" তিনি আরও উল্লেখ করেন, "ইমাম হুসাইন (রা.) যে আপোষহীন মনোভাব দেখিয়েছেন, তা যুগে যুগে সত্যানুসন্ধানী মানুষের জন্য অনন্ত অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।"বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি মাদরাসা গাউসুল আজম মাইজভান্ডারীর আরবি প্রভাষক মাওলানা রফিক উদ্দীন আল কাদেরী। মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা জয়নাল আবেদীন আল কাদেরী, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা হাফেজ এহসান কাদেরী প্রমুখ।মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন মাওলানা জাহিদুল ইসলাম আল-মাইজভান্ডারী, মোহাম্মদ ইলিয়াছ সহ স্থানীয় বাসিন্দা এবং প্রবাসী বাঙালিরা। অনুষ্ঠান শেষে দরুদ এবং কিয়াম পরিচালনা করা হয় এবং মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।এই মাহফিলের মাধ্যমে কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন (রা.) এর আত্মত্যাগের মহিমা এবং ইসলামের জন্য তাঁর অবদানকে শ্রদ্ধা জানানো হয়। মাহফিলে বক্তারা বলেন, "শোহদায়ে কারবালা মুসলিম উম্মার জন্য করুণাদায়ক ঘটনা। এটা আমাদের জীবনে সত্যের পথে চলার অনুপ্রেরণা দেয়।"

No comments found