আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
হেযবুত তওহীদের বিরুদ্ধে উগ্রবাদী ধর্মব্যবসায়ী গোষ্ঠীর ষড়যন্ত্র, মিথ্যাচার এবং ক্রমাগত হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজশাহীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে উগ্রবাদী গোষ্ঠীর ষড়যন্ত্র, মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২ টায় হেযবুত তওহীদের রাজশাহী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের রাজশাহী জেলা সভাপতি জনাব মোঃ আরিফুজ্জামান গালিব।
লিখিত বক্তব্যে তিনি বলেন, হেযবুত তওহীদ একটি আইন মান্যকারী অরাজনৈতিক আন্দোলন। যার প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী জমিদার পরিবারের উত্তরসূরী জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী। প্রতিষ্ঠালগ্ন থেকেই আন্দোলনটি সকল প্রকার অন্যায়, অবিচার, সন্ত্রাস, উগ্রবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ইসলামের প্রকৃত আদর্শ, শিক্ষা নিয়ে মানুষের মধ্যে কাজ করছে। ঈমানী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্যে মানবতার কল্যাণে এই কাজ করে আসছে আন্দোলটি।
বিগত সরকারের পতনের পর ড. মো. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্রের সামগ্রিক ক্ষেত্রে সংস্কার সাধনের লক্ষ্যে সকল সংগঠন, ব্যক্তি, সংস্থার কাছে উন্মুক্তভাবে সংষ্কার প্রস্তাবের আহ্বান করে সরকার। আমরাও সরকারের কাছে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার” প্রস্তাবনা পেশ করি। পরবর্তীতে আমাদের আন্দোলনের চেয়ারম্যান ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম নিজেই জাতীয় প্রেসক্লাবে সেমিনার আয়োজন করে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ প্রস্তাবনার রূপরেখা জনসম্মুক্ষে তুলে ধরেন। চট্টগ্রাম, বরিশালসহ দেশের গুরুত্বপূর্ণ প্রেসক্লাবগুলোতেও এই প্রস্তাবনা তুলে ধরে সেমিনার, গোলটেবিল বৈঠক করা হয়; যেখানে গণমাধ্যম ব্যক্তিত্ব, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, বিচারপতি উপস্থিত ছিলেন। তারই ধারাবাহিকতায় আজ ২৫ আগস্ট বিকাল ৪:৩০ মিনিটে নানকিং চাইনিজ রেস্টুরেন্ট, মনিবাজার, সিএনবি মোড়, রাজশাহীতে সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে একটি মুক্ত আলোচনা সভার আয়োজন করি।
অত্যন্ত পরিতাপের হলো, আমাদের শান্তিপূর্ণ এই আয়োজন বন্ধে চিহ্নিত একটি মহল আধা জল খেয়ে নামে। অনুষ্ঠান বানচাল করতে রাজশাহী জেলা হেফাজত ইসলামের ব্যানারেও নানা অপতৎপরতা দেখা যায়। ষড়যন্ত্রকারীরা জুমার দিনে পরিকল্পিতভাবে মসজিদে মসজিদে উস্কানিমূলক মিথ্যা প্রচারণা চালায়। সরকারকে স্মারকলিপি প্রদানের নামে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে থাকে। এমতাবস্থায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসনের অনুরোধে আমরা অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হই।
বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম স্বাধীনতান্ত্রিক রাষ্ট্র। এখানে একজন আইন মান্যকারী নাগরিক হিসেবে আমার কথা বলার অধিকার, সংগঠন করার অধিকার, আদর্শ প্রচার করার অধিকার, সভা-সমাবেশ করার অধিকার আইনসম্মত। এই অধিকার থেকে বঞ্চিত করা চরম বৈষম্যের প্রমাণ এবং স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উস্কানিদাতাদের সুনির্দিষ্ট নাম, ঠিকানা উল্লেখ করে তথ্য প্রমাণসহ আমরা মতিহার থানায় ১টি জিডি নং-১১৮৪, তারিখ-২৩/০৮/২০২৫ ইং করেছি। অনাকাঙ্ক্ষিত ঘটনার এড়ানোর অযুহাতে উগ্রবাদীদের কাছে নতি শিকার না করে প্রশাসনের এদের বিরুদ্ধে শক্ত ও কার্যকরী আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।
আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি যে, আমাদের কর্মীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং একজন সাধারণ নাগরিক যে অধিকার পায় আমাদের জন্যও সেই অধিকার বলবৎ করতে হবে।
অনুষ্ঠানে হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সভাপতি জনাম মোঃ মশিউর রহমান, রাজশাহী বিভাগীয় সহঃ সভাপতি জনাব মোঃ আশেক মাহমুদ ও রাজশাহী জেলা সভাপতি জনাব মোঃ আরিফুজ্জামান গালিব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।