রাজধানী মহাখালীর সাততলা বস্তিতে আগুন নিবানো নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বলেন, দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৩টার দিকে ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে পাঁচটি ইউনিট।
ডিউটি অফিসার লিমা খানম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।