close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাজবাড়ীতে অন্ধ গফুরের পাশে রুহুল কবির রিজভী

Sujat Molla avatar   
Sujat Molla
রাজবাড়ীতে অন্ধ গফুরের পাশে রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, রাজবাড়ী সদর উপজেলা পাচুরিয়া ইউনিয়নের অন্ধ গফুর মল্লিকের বাড়িতে, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তা দিতে গিয়ে বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন ‘জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর চুড়ান্ত করা হলো, সেখানে বিএনপির স্বাক্ষরের কাগজ নেই। এটা জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন এই নেতা ।’

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে আমরা বিএনপি পরিবার নামে একটি সংঘট থেকে রাজবাড়ীর পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ ও নিঃসন্তান গফুর মল্লিকের বাড়িতে গিয়ে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

 

জুলাই জাতীয় সনদ-২০২৫ যখন স্বাক্ষর করেছে সব রাজনৈতিক দল, দেখা গেল সেখানে বিএনপি যে পাতা স্বাক্ষর করেছে, সেটা নেই। এটা দুঃখজনক কথা। ড. ইউনূসকে সবাই সম্মান করে। তার নেতৃত্বে সরকার, তাকে তো বিএনপিসহ আন্দোলনরত সব দল সাপোর্ট করে। তার গঠন করা বিভিন্ন কমিশনের দ্বারা এ ধরনের প্রতারণামূলক কাজ সমর্থন করে না।’

 

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের বৃদ্ধ গফুর মল্লিক বেঁচে থাকার সংগ্রামে লড়ছেন। তার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরপরেই আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে দেখা করার জন্য ছুটে আসেন রিজভীসহ অন্য নেতারা।

 

এ সময় রিজভী আরও বলেন, ‘১৬ বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এক আপোষহীন সংগ্রাম করেছি। মানুষের বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, মুক্ত কণ্ঠে আমাদের মিছিল করার স্বাধীনতা, সেই স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা লড়াই করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভার্চুয়ালি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। বিজয়ের পথকে সুগম করেছেন। ৫ আগস্ট সেই ভয়াবহ রক্ত পিপাসু শেখ হাসিনার পতন হয়। মানুষ চেয়েছে, তার স্বাধীনতা, অধিকার প্রয়োগ করতে। শেখ হাসিনার আমলের চেয়ে একটু বেশি স্বাধীনতা আমরা এখন ভোগ করছি এটা সত্য।’

 

রিজভী বলেন, ‘গণতন্ত্রের জন্য আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ, ওয়াসিম আকরাম জীবন দিল। আর ঐকমত্য কমিশনের এ ধরণের ভেজাল, জনগণের সঙ্গে একটি প্রচারণামূলক জুলাই সনদ কীভাবে হয়। আমরা নিরাশাবাদী নয়, আমরা আশাবাদী। জনগণের স্বার্থকে অগ্রাধিকার ভিত্তিতে, সংবিধান অনুযায়ী করতে হবে। গণতন্ত্র ও ধর্মীয় মুল্যবোধ জিয়াউর রহমান দিয়েছেন। নতুন সংবিধান করতে চান, সেটা অন্য জিনিস। জুলাই সনদে, সংবিধানের মধ্যে যেটা করা হয়েছে, সেটা পার্লামেন্টের মাধ্যমে পাস করতে হবে। এভাবে আমরা সুন্দর রাষ্ট্র করতে পারবো না। এখানে বহু ষড়যন্ত্রকারীরা কাজ করছে। বিএনপির সাড়ে ৪ শ-৫ শ লোক মারা গেছেন। আমরা জনগণের জন্য কাজ করব, গণতান্ত্রিক শাসনে আমরা কাজ করব। আগে খাতায় না লিখলেও পাস করিয়ে দেওয়া হতো, এবার এইচএসসির রেজাল্ট দেখেছেন। সেখানেই পরিষ্কার হয়েছে শিক্ষা নিয়ে কি অরাজকতা চলছে।’

 

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টারা, সদস্য সচিব ও সদস্যরা, রাজাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি অ্যাড. মো. আসলাম মিয়া,জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলি বাবু, সদস্য সচিব কামরুল ইসলাম ,সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী , গোয়ালন্দ উপজেলা বিএনপির সদস্য সচিব মোশারফ আহমেদ , জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ,সদস্য সচিব শাহিনুল ইসলাম শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. এ খালেদ পাভেলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গফুর মল্লিক জীবনের অধিকাংশ সময় বাসে ও ট্রেনে ফেরি করে নারকেলের নাড়ু, টেস্টি হজমি ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। যিনি কখনোই ভিক্ষা করতে চাননি। বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন এবং শরীরের অধিকাংশ শক্তি হারিয়ে ফেলেছেন। স্ত্রীকে নিয়ে সংসার হলেও তাদের কোনো সন্তান নেই। নিজের সম্মান রক্ষার্থে আজও কাজ করে যাচ্ছেন, এমনকি নিজের হাতে তৈরি করা নারকেলের নাড়ু ও বাদাম বিক্রি করেই জীবন ধারণ করছেন তিনি।

 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ও ডিজিটাল প্ল্যাটফর্মে গফুর মল্লিকের কষ্টের জীবন নিয়ে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

এ সময় আমরা বিএনপি পরিবার সংগঠনকে লন্ডন থেকে তারেক রহমান নির্দেশনা দিলে , আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে একটি টিম রাজবাড়ির গফুর মল্লিক এর বাড়িতে গিয়ে অন্ধ গফুর কে বাড়ি তৈরি ও ব্যবসা পরিচালনা করার জন্য আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা তুলে দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

No comments found


News Card Generator