close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

রাজবাড়ীতে আ.লীগ নেতা গ্রেফতার

Sujat Molla avatar   
Sujat Molla
রাজবাড়ীতে আ.লীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফিজুর রহমান ওরফে মোস্তফা মেম্বারকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়নপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

মোস্তফা মেম্বার শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়নপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। ওইদিন বিকেলে আওয়ামী সন্ত্রাসীরা তাদের দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে হামলা চালান। এ ছাড়াও আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে তারা বোমা নিক্ষেপ করে ও গুলি চালান। এ ছাড়া আন্দোলনকারীদের বেধড়ক মারধর করে গুরুতর জখম করা হয়।

 

বিজ্ঞাপন

এ ঘটনায় ওই বছর ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।

 

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মিকাইল হোসেন অভিযান চালিয়ে মোস্তফা মেম্বারের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার মামলায় অপর একটি মামলায় মোস্তফা মেম্বার ইতোপূর্বে গ্রেফতার হয়েছিল। বর্তমানে তিনি ওই মামলায় আদালতের দেওয়া জামিনে ছিলেন।

No comments found