গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন (৪৫) কে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিজয় বাবুর পাড়ার মো. কোরবান আলীর ছেলে।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মঠমন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এ ঘটনায় রেজাউল করিম ও তার মা রাহেলা বেগমসহ বহু আন্দোলনকারী আহত হন। পরবর্তীতে ২ অক্টোবর সদর থানায় খানখানাপুর ব্র্যাকপাড়ার মো. শাহিন ফকির মামলা করেন।
মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মোট ৮৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
জেলা ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম জানান, মামলার তদন্তে প্রাপ্ত আসামি এবিএম বাতেনকে গ্রেপ্তার করে দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।