রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রেবুলি রোডে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাব্বি (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি বনগ্রাম চরের মাঠ এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, চলতি বছর তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
স্থানীয়রা জানান, রাব্বি মোটরসাইকেলে করে রেবুলি রোড দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার তিনি মারা যান।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনরা বারবার মূর্ছা যাচ্ছেন।