রাজবাড়ীর গোয়ালন্দে র্যাবের অভিযানে দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও কার্তুজ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার গোয়ালন্দে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ থানার উত্তর কাউলজানি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উত্তর কাউলজানি গ্রামের মৃত রুস্তম আলী শেখের ছেলে মো. শহিদ শেখের (৫৮) বসতঘরের সামনে খড়কুটোর স্তুপ তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আইনগত ব্যবস্থা
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তাৎক্ষণিকভাবে আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাবের বক্তব্য
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস ও অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।