কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মহা বিদ্যালয়, টেকনিক্যাল স্কুল ও কলেজ, এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নবগঠিত “কুলিয়ারচর শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদ” এর কমিটি গঠন করা হয়েছে।
২৩ আগস্ট শনিবার বিকাল ৪টার দিকে বেতিয়ারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুল হকের সভাপতিত্বে উপজেলার আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে কুলিয়ারচর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. সালাহউদ্দিন লিচু’কে সভাপতি, মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অহিদুজ্জামান’কে সাধারণ সম্পাদক, আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম কাজল’কে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ শিক্ষক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় নবগঠিত কমিটির কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।