ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে পুরুড়া জুনিয়র মডেল হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী ও সাহসী ছাত্রনেতা সাখাওয়াত হোসেন চয়ন। দায়িত্ব গ্রহণের পর থেকেই স্কুলের সার্বিক উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশের বিষয়টি মাথায় রেখে একাধিক গঠনমূলক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।
বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের বিনোদনের সুযোগ তৈরিতে তাঁর নেতৃত্বে নেওয়া হয়েছে বেশ কিছু যুগোপযোগী পদক্ষেপ। বর্তমান প্রজন্মের প্রযুক্তিনির্ভর জীবনের কথা বিবেচনায় রেখে ছাত্রীদের জন্য বাস্কেটবল এবং ছাত্রদের জন্য ফুটবল খেলাধুলার আয়োজন করা হয়েছে, যা ইতিমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
শুধু খেলাধুলা নয়, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতাও গুরুত্ব পেয়েছে। তাই তিনি স্কুলে নিরাপদ স্যানিটাইজেশন কর্মসূচি চালু করেছেন। স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বসানো হয়েছে স্যানিটাইজার স্টেশন।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, বিগত সরকারের আমলে স্কুল উন্নয়নের নামে অর্থ বরাদ্দ এলেও তা যথাযথভাবে কাজে লাগেনি। আগের কমিটি ছিল কেবল নামেমাত্র। তবে সাখাওয়াত হোসেন চয়ন দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়ে দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে বলে জানাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এছাড়াও তিনি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য শুরু করেছেন বৃক্ষরোপণ অভিযান। তাঁর ভাষ্য, “প্রকৃতি আমাদের জীবন দেয়, আমাদেরও উচিত প্রকৃতিকে ভালোবাসা দেওয়া। গাছ লাগানো, পানি সংরক্ষণ এবং প্লাস্টিক বর্জনের মতো ছোট উদ্যোগগুলো দিয়েই পরিবেশ রক্ষা করা সম্ভব।” এ উপলব্ধি থেকেই তিনি শুরু করেন পরিবেশবান্ধব কার্যক্রম।
সাখাওয়াত হোসেন চয়নের এই কার্যক্রম ইতোমধ্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে। সবাই আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি একদিন আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।