মো. আবু নাঈম (টাঙ্গাইল) :-
টাঙ্গাইলের সখিপুর উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডে মদিনাতুল উলুম মাদ্রাসা সংলগ্ন পুকুর থেকে আজ বিকেল ৩.০০ টার দিকে ইয়ামিন (১০) নামক এক শিশুর মরা দেহ ভেসে ওঠে।
পরে তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এটি মৃত্যু নাকি অপমৃত্যু এ নিয়ে আইনি কার্যক্রম চলছে। বিষয়টি নিশ্চিত করেছে সখিপুর থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন।
মৃত ইয়ামিন মায়ের সাথে ঐ ওয়ার্ডের এক ভাড়া বাসায় থাকতো এবং সোনার তরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। তার বাড়ি উপজেলার কলাবাগান এলাকায়। তার বাবা সৌদি প্রবাসী।