close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পটুয়াখালীর ঐতিহ্যবাহী বোয়ালিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি- জিন্নাহ্....

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
রিপোর্টার- মোঃ হামিদুল ইসলাম <br>গলাচিপা, পটুয়াখালী।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী বোয়ালিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুহাম্মাদ আলী জিন্নাহ্ নির্বাচিত হয়েছেন। 

১৪ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৩ টায় মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ নির্বাচনে অভিভাবকদের সরাসরি ভোটে তিনি মু. জসিম উদ্দিন রাড়ীকে পরাজিত করেন।

বিপুল উৎসাহ ও উদ্দীপনা মধ্য দিয়ে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ভোটের ফলাফলে দেখা যায়,  মুহাম্মাদ আলী জিন্নাহ্ তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মু. জসিম উদ্দিন রাড়ী অপেক্ষা ৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। 

সরজমিনে দেখা গেছে, আপাত দৃষ্টিতে একটি মাদ্রাসার নির্বাচন হলেও এই নির্বাচনকে গলাচিপার বোয়ালিয়া গ্রামে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করে।

প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর উভয়ই দাবি করেছেন, এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী মুহাম্মদ আলী জিন্নাহ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "আমাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আমি সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অত্র মাদ্রাসার উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করবো। আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তার প্রতিদান আমি দেওয়ার চেষ্টা করবো। পাঁচটি গ্রাম (বোয়ালিয়া, পক্ষিয়া, লোন্দা, চর কারফার্মা ও দক্ষিণ পানপট্টি) কেন্দ্রিক একমাত্র মাধ্যমিক পর্যায়ের এই প্রতিষ্ঠানটিতে মান সম্মত শিক্ষার ধারা অব্যাহত রাখতে কাজ করে যাব।  কোনো রকম প্রতিযোগিতা না করে অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করছি।"

পরাজিত প্রার্থী মু. জসিম উদ্দিন রাড়ী ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে জানান, জিন্নাহ আমার কাছের ছোট ভাই ,  যে কোন কাজে আমরা পরস্পরের সহযোগিতা অব্যাহত রেখে মাদ্রাসার সার্বিক উন্নয়নে কাজ করে যাব।

মাদ্রাসার  নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তারা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদ জানান, "নির্বাচনটি অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যা মাদ্রাসার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। আমি আশা করবো এই মাদ্রাসার শিকার মানোন্নয়নে আপনারা মিলে মিশে কাজ করবেন।"

Minti Ahmmed
Minti Ahmmed 8 dias atrás
অভিনন্দন
2 0 Responder
Md Rafin
Md Rafin 8 dias atrás
অভিনন্দন
2 0 Responder
Md Showon
Md Showon 8 dias atrás
বেশ ভালো
4 0 Responder
Md Hamidul Islam
Md Hamidul Islam 8 dias atrás
অভিনন্দন
3 0 Responder
Mostre mais