close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পটুয়াখালীর গলাচিপায় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
রিপোর্টার - মোঃ হামিদুল ইসলাম গলাচিপা, পটুয়াখালী।

অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হচ্ছে। এ বছর ১৮-২৪ আগষ্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হবে।

 ১৮ আগষ্ট, রোজ সোমবার সকাল ১১:৩০ মিনিটে গলাচিপা দিঘিতে মাছ অবমুক্তকরণ করে র‍্যালির  মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। র‍্যালিটি গলাচিপা দিঘির পাড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী এঁর সভাপতিত্বে র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুর রহমান, ডিজিএম পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, গলাচিপা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী মো এম. এম. আসাদুজ্জামান আরিফ, মেরিন ফিসারিজ অফিসার মাহমুদুল হাসান, উপজেলা তথ্য আপা ইসমত আরা। 

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সম্প্রসারিত ভবনের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,  প্রেসক্লাব গলাচিপা এর সভাপতি মো. খালিদ হোসেন মিল্টন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা পৌর শাখার সভাপতি মো. নাজমুল হুদা রিপন, উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মো.  হাফিজুর রহমান ও সদস্য সচিব মো. জাকির মুন্সি,পৌর মৎস্যদলের সভাপতি মো. জাকির মৃধা।

এ সময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষকসহ  বিভিন্ন পর্যায়ের প্রান্তিক মৎস্যচাষী ও জেলেবৃন্দ। 

অনুষ্ঠান সঞ্চালনা ও শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবি।

তিনি বলেন, ‘মিঠা পানির মাছ উৎপাদনে চীনের পরেই বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন পুকুর, জলাশয়ে মাছ উৎপাদন বৃদ্ধিতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।'

 প্রধান অতিথির বক্তব্যে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো.  মাহমুদুল হাসান বলেন, "প্রাকৃতিকভাবে আমাদের দক্ষিণাঞ্চলে প্রচুর সামুদ্রিক মাছের আহরণ হলেও কৃত্রিমভাবে মাছের চাষ আশানুরূপ হচ্ছে না। আমাদের খাল-বিল, জলাশয় থাকা সত্ত্বেও আমরা মিঠা পানির চাষ করা হচ্ছে না। আমরা যদি কৃত্রিমভাবে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি দেশের জিডিপি বৃদ্ধি পাবে। পুকুর ডোবা নালাসহ খাল-বিলে দেশে উৎপাদিত মাছের প্রায় ৬০ শতাংশ উৎপাদিত হলেও এ অঞ্চল পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে। অবৈধভাবে মাছ আহরণে কঠোর অবস্থান থাকবো।"

এ সময় সফল মাছ চাষীদেরকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।

Md Hamidul Islam
Md Hamidul Islam 4 days ago
ভালো উদ্যোগ
1 0 Reply
Show more