পটুয়াখালীর গলাচিপায় প্রগতি যুব সংগঠনের উদ্যোগে ২০২৫ইং সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৬টি ক্যাটাগরিতে ইউএনও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আজ সোমবার ২৫ আগস্ট সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তা। প্রগতি যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ তৌফিক হোসেন তাজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোঃ ফোরকান কবির।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩২ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এবং প্রগতি যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোঃ ফোরকান কবির।
একইসাথে সমাজে বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ নিম্নোক্ত ক্যাটাগরিতে ইউএনও অ্যাওয়ার্ড প্রদান করা হয়, সাংস্কৃতি: সেতু দেবনাথ (সঙ্গীত) উদ্যোক্তা: ইয়াসির হিমেল (Heems), সপ্না আক্তার (পোল্ট্রি ফার্ম), এয়াসিন ইসলাম নাজিম (পোল্ট্রি ফার্ম), মানবকল্যাণ: মাহমুদুল হাসান (২০২৫ইং সালের বন্যাদুর্গতদের জন্য গঠিত গলাচিপা টিম আহ্বায়ক), ক্রীড়া: জান্নাতি আক্তার (প্রাথমিক শিক্ষা পদক - ২০২৫ জাতীয় পর্যায় গোলফ নিক্ষেপ), প্রগতির পথে সম্মাননা: জুলাই যুদ্ধাহত নবীন আহমেদ ও মো. নূরে আলম