ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট ২০২৫) সকালে ফেনী ওয়াপদা মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জোবায়ের হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বেলাল হোসেন।
র্যালি ও সমাবেশে ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।