close

লাইক দিন পয়েন্ট জিতুন!

প্রতিবাদ ও ব্যাখ্যা টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নাম ভাঙিয়ে বিভ্রান্তিকর কার্যক্রম প্রসঙ্গে..

ইকবাল চৌধুরী avatar   
ইকবাল চৌধুরী
****

প্রেস বিজ্ঞপ্তি::

আমরা গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, সম্প্রতি টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি বিভ্রান্তিকর ও অসত্য কার্যক্রম চালানোর চেষ্টা করছেন।এই ঘটনায় প্রকৃত সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।আমরা স্পষ্টভাবে জানাতে চাই —টেকনাফ উপজেলা প্রেসক্লাব একটি নির্বাচিত ও অনুমোদিত কমিটি দ্বারা পরিচালিত সংগঠন, যার অনুমোদন ২ ডিসেম্বর ২০২৩ তারিখে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কমিশনার মো. আদনান চৌধুরী আনুষ্ঠানিকভাবে দেন।সেই বৈধ কমিটিকে পাশ কাটিয়ে এখন যারা সংগঠনের নামে কার্যক্রম চালাচ্ছেন, তারা অনুমোদিত সদস্য নন এবং তাদের কোনো সাংগঠনিক বা আইনি ভিত্তি নেই।আমরা এই অবৈধ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে অনুরোধ করছি — বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।আমরা বিশ্বাস করি, প্রেসক্লাব কোনো ব্যক্তির সম্পত্তি নয়; এটি টেকনাফের সাংবাদিক সমাজের মর্যাদার প্রতীক।যে কেউ যদি এই নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ায়, তাহলে তার দায়ভার সম্পূর্ণ ব্যক্তিগত এবং আইন অনুযায়ী তা বিচারযোগ্য অপরাধ।আমরা সাংবাদিকতার নীতি ও সততার পক্ষে, স্বচ্ছতা ও সত্যের পথে আছি —মিথ্যা প্রচারণা ও ফ্যাসিস্ট চিন্তার পুনর্বাসনের সকল প্রচেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।ফরহাদ রহমান/ সাধারণ সম্পাদক, টেকনাফ উপজেলা প্রেসক্লাব]তারিখ: ২৪ অক্টোবর ২০২৫#প্রেসক্লাব #টেকনাফ #সাংবাদিকতার_মর্যাদা #প্রতিবাদ

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator