close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ ; খেলা বন্ধ বৃষ্টির কারণে..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ঢাকায় দিনভর টানা বৃষ্টি। সেই বৃষ্টির পানিতে কর্দমাক্ত হয়ে ওঠে বসুন্ধরা কিংস অ্যারেনা। তবু নির্ধারিত সময়েই মাঠে নামে বাংলাদেশ ও ভুটান..

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে স্বাগতিকরা।

বৃষ্টিজনিত কাদার কারণে খেলোয়াড়দের জন্য মাঠে চলাফেরাই হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে যায়, বল নিয়ে ছুটে গিয়ে বা শট নিতে গিয়ে একাধিকবার লুটিয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রাই। এমনকি শট নেওয়ার পর বল থেমে গেছে মাঝপথে জমে থাকা কাদায়!

এই কঠিন কন্ডিশনেও ষষ্ঠ মিনিটেই জালের দেখা পায় বাংলাদেশ। তৃষ্ণা রানীর নেওয়া প্রথম শট ঠেকান ভুটানের গোলরক্ষক, কিন্তু বল পুরোপুরি দখলে আনতে পারেননি তিনি। ফিরতি বলে গোল করে যান শান্তি মার্ডি—এই টুর্নামেন্টে এটিই তার প্রথম গোল।

আজকের ম্যাচে নেই দলের সেরা গোলদাতা মোসাম্মৎ সাগরিকা, নেপাল ম্যাচে লাল কার্ড দেখায় সাসপেনশনে রয়েছেন তিনি। অধিনায়ক আফঈদা খন্দকারকেও প্রথম একাদশে রাখেননি কোচ পিটার বাটলার। বদলি অধিনায়ক হিসেবে মাঠে নেতৃত্ব দেন সুরমা জান্নাত। আগের একাদশ থেকে মাত্র দুই জন খেলোয়াড়কে রেখে আজকের ম্যাচে নামেন কোচ বাটলার—দল ঘুরিয়ে দেখার সুযোগ নিয়েছেন তিনি।

ভুটানের বিপক্ষে আগের রেকর্ড বাংলাদেশ দলের পক্ষে। গত দুই আসরেই বড় ব্যবধানে জিতেছে লাল-সবুজের মেয়েরা—এক ম্যাচে ৪-০, অন্যটিতে ৫-০ গোলের জয়।

চলতি টুর্নামেন্টেও দুর্দান্ত শুরু বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৯-১ গোলের বিশাল জয়, এরপর নেপালের বিপক্ষে জয় এনে ৬ পয়েন্ট নিশ্চিত করে সেমিফাইনালের পথ মসৃণ করেছে স্বাগতিক দল।

এবারের আসরে চারটি দেশ অংশ নিচ্ছে—বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। ভারত নাম প্রত্যাহার করায় পরিবর্তন আনা হয়েছে ফরম্যাটে। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দলই হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে নির্ধারক হবে মুখোমুখি লড়াই, এরপর গোল ব্যবধান।

তবে আবারও বৃষ্টির হানা, যার কারণে দ্বিতীয়ার্ধের খেলা নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয়নি। মাঠ পরিচর্যা চলছে। বাকি ম্যাচের হালনাগাদ জানাতে আমরা থাকছি আপনার সঙ্গে—সাথে থাকুন।

Hiçbir yorum bulunamadı