close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

প্রযুক্তি নির্ভর যুব শক্তি গড়ার প্রত্যয়ে কালীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত..

MD MOLLAH avatar   
MD MOLLAH
****

প্রযুক্তি নির্ভর যুব শক্তি গড়ার প্রত্যয়ে কালীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫’ উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে যুব র‍্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ এবং সফল যুবকদের সম্মাননা প্রদান করা হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. জুলহাস উল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তনিমা আফ্রাদ বলেন, "যুবকরাই একটি দেশের প্রকৃত চালিকা শক্তি। আমাদের দেশে যে বৃহৎ যুব সমাজ রয়েছে, তাদের যদি আমরা সঠিকভাবে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে দেশ আরো বহুদূর এগিয়ে যাবে।"

তিনি আরও বলেন, "শুধু পুঁথিগত বিদ্যা নয়, কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের অর্থনীতিতে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এর মাধ্যমে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও আর্থিকভাবে স্বচ্ছল করা সম্ভব।"

অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান এবং যুবসংগঠক ফারুক হোসেন।

আলোচনা সভা শেষে ১৩ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়। এরপর দুপুর ১২টায় সফল আত্মকর্মী ও যুব সংগঠক হিসেবে উপজেলার মোট ৩ জনকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মাননার চেকও বিতরণ করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়া যুবকবৃন্দ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে যুবকদের শপথবাক্য পাঠ করান ইউএনও তনিমা আফ্রাদ।

মোঃ ওমর আলী মোল্যা 

মোবাইল -01729837893

কালীগঞ্জ -গাজীপুর 

 

No comments found