সন্তানদের সঙ্গে আসা অভিভাবকদের কারণে সকাল থেকেই ক্যাম্পাস এলাকায় সৃষ্টি হয় গাদাগাদি অবস্থা। বৃষ্টির কারণে অনেকে ছাতা মাথায় বাইরে দাঁড়িয়ে কিংবা বসে ছিলেন। তবে জেলা ছাত্রকল্যাণের অস্থায়ী শেডে বসার সুযোগ পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।
ক্যাম্পাস ছোট হওয়ায় এক জায়গায় বিপুলসংখ্যক অভিভাবক জড়ো হন, ফলে এক ধরনের গেদারিং তৈরি হয়। অনেকে একে অপরের সঙ্গে কথা বলে সময় কাটান, ফলে ভিড়ের মধ্যেও খানিকটা প্রাণচাঞ্চল্য দেখা যায়।
অভিভাবকেরা জানান, ভিড় ও বৃষ্টির ভোগান্তি থাকলেও সন্তানদের পরীক্ষার স্বপ্ন পূরণের আশায় তারা সন্তুষ্ট মনে অপেক্ষা করেছেন।