close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পরীক্ষা দিতে পারবে না ভাইরাল শিক্ষার্থী আনিসা! মায়ের অসুস্থতা ছিল নাটক!..

Touhid Sarkar avatar   
Touhid Sarkar
শেষ পর্যন্ত পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন না এইচএসসি পরীক্ষার্থী আনিসা

রাজধানীর সরকারি বাঙলা কলেজ কেন্দ্রের আলোচিত এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ শেষ পর্যন্ত বাংলা প্রথম পত্র পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন না। ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছে।

 

চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিন, ২৬ জুন, নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থী কেন্দ্রে পৌঁছান। নিয়ম অনুযায়ী দেরিতে আসায় তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি।

 

ঘটনার পর সামাজিক মাধ্যমে আনিসার কান্নার ছবি ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, সেদিন মায়ের স্ট্রোক হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, যার ফলে সময়মতো কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়নি।

 

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার সেসময় জানিয়েছিলেন, এই শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হবে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের তদন্তে মায়ের স্ট্রোকের দাবি সঠিক নয় বলে জানা গেছে।

 

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, “এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যে বিষয়ে সে পরীক্ষা দিতে পারেনি, যদি সে ৬৬ নম্বর পায়, তাহলে পাস করে যাবে।”

 

উল্লেখ্য, ২৬ জুন পরীক্ষায় অংশ নিতে না পেরে কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন আনিসা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়—মেয়েটির বাবা নেই, আর মাকে হাসপাতালে নেয়ার দায়িত্বও তাকে একাই নিতে হয়। তবে সরকারি পর্যায়ের তদন্তের পর সেই দাবি সত্য প্রমাণিত হয়নি।

No comments found