close

লাইক দিন পয়েন্ট জিতুন!

প্রবাসীর খরচে ভাঙ্গা সড়ক মেরামত

Sujat Molla avatar   
Sujat Molla
প্রবাসীর খরচে ভাঙ্গা সড়ক মেরামত

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলতদিয়া এলাকায় ওহেদ ফকিরের বাড়ি হইতে নতুন ব্রিজ সংলগ্ন কয়েক কিলোমিটার রাস্তায় কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় বড় বড় গর্ত ও ধসে গেছে প্রায় ১৫ টি স্থানে। এমন অবস্থায়, এই সড়ক প্রায় পাঁচ গ্রামের মানুষের চলাচলের বিশাল দুর্ভোগ দেখা দিছে। ধসে যাওয়া রাস্তা পুনঃনির্মাণে এলাকাবাসী অনেক জায়গায় যোগাযোগ করেছেন তবে তেমন কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। এমনই এক সময় এলাকাবাসীর কষ্টের কথা পৌছেছে গোয়ালন্দের কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সোলেমানের কাছে। সোলেমান নিজের খরচে রাস্তাটির ধসে পড়া ১৫ স্থানে ভরাট করার উদ্যোগ নিয়েছে। গতকাল শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ দৌলতদিয়া এলাকায় রফুর দোকানের সামনে কয়েকটি স্থানে ধসে যাওয়া সড়ক ভরাট করেছে একটু এগিয়ে কয়েক কিলোমিটারের মধ্যে যেখানেই সড়কটির ধস হয়েছিল সেখানেই ড্রাম ট্রাকে বালু এনে ভরাট করার কাজ চলমান রয়েছে। এরপর পূর্বের ইট স্থাপনের মধ্য দিয়ে রাস্তা আগের মত নতুনের রূপ নিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এলাকায় কেউ অসুস্থ হলে সোলেমান চিকিৎসার খরচ দেন, মসজিদ উন্নয়নের জন্য সহযোগিতা করেন, দরিদ্র মানুষের কন্যার বিয়েতে সহযোগিতা করেন, সামাজিক সকল ভাল কাজে তিনি সহযোগিতা করেন। এজন্য এলাকাবাসীর কাছে সোলেমান বেশ প্রশংসিত হয়েছে। দীর্ঘ এই সড়কে বিভিন্ন স্থানে ধসে যাওয়া জাগায় মাটির ভরাটের সোলেমান সাহেব কে অনুপ্রেরণা জাগিয়েছেন, আল মাসুদ রানা, মো:নিজাম শেখ, রাকিবুল হাসান নান্নু, ইঞ্জিনিয়ার সুমন, মো: রফিক মাস্টার প্রমুখ। সকাল থেকে দেখা গেছে মানুষ এখন আরামদায়কভাবে রাস্তা দুয়ে চলাফেরা করছে।

No comments found