খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নে ঘটেছে এক আবেগঘন ঘটনা। প্রায় আড়াই মাস আগে নিখোঁজ হওয়া আব্দুল মান্নান ওরফে বিপ্লব (২৮) আজ (২৭ আগস্ট) দুপুর আনুমানিক ১টার সময় সেতাবগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্বাস আলীর পুত্র আব্দুল মান্নানকে গ্রামের প্রতিবেশী কলেজপাড়া এলাকার মোঃ ময়নাল হকের স্ত্রী মোছাঃ রুশিদা বেগম চিনতে পারেন এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে থানা প্রশাসন ও মান্নানের পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকারের উপস্থিতিতে দুপুর ১টা ৩০ মিনিটে আব্দুল মান্নানকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে মান্নানের মা মোছাঃ মোসলিমা বেগম কান্নায় ভেঙে পড়েন। মা ও ছেলে একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন। আবেগঘন এ দৃশ্য দেখে উপস্থিত সবার চোখে পানি চলে আসে।
উল্লেখ্য, গত ১৬ জুন সেতাবগঞ্জ বাজারের তিন রাস্তার মোড় থেকে নিখোঁজ হয়েছিলেন আব্দুল মান্নান ওরফে বিপ্লব।