পলাশবাড়ী পৌর জামায়াতের ষান্মাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত
জামায়াতে ইসলামী পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে ষান্মাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার(২২ আগস্ট-২৫) বিকাল ৪ টায় স্থানীয় মডেল মসজিদের হলরুমে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
পৌর আমীর মাওলানা ইয়াহিয়ার সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক।
পূর্ব নির্ধারিত সময় বিকাল ৪ টায় মাওলানা ইয়াহিয়ার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সম্মলনের মূল কার্যক্রম শুরু হয়। এরপর দারসুল কোরআন পেশ করেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক একরামুল হক সরদার।
উক্ত সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পৌর যুব বিভাগের সভাপতি ওয়াহিদুজ্জামান জামান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রভাষক শামসুল আলম সোহেল, পৌর পেশাজীবি বিভাগের সভাপতি মিজানুর রহমান, ওলামা বিভাগ সভাপতি আব্দুল মজিদ সরকার, প্রচার সম্পাদক আব্দুল মাতিন কবির, অফিস সম্পাদক নাজির হোসাইন আনোয়ার ও বায়তুলমাল সম্পাদক শাহজাহান মন্ডল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশবাড়ী পৌর সেক্রেটারি সাবেক সেনা সদস্য আইনুল হক প্রধান।