close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পিতার সুনামের ধারাবাহিকতায় চেয়ারম্যান জনাব মোঃ তৈয়বুর রহমান, উন্নয়নে আলো ছড়াচ্ছে ০৬ নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ, অভায়নগর, যশোর।..

Nurullah Al Mamun avatar   
Nurullah Al Mamun
পিতার সুনামের ধারাবাহিকতায় চেয়ারম্যান জনাব মোঃ তৈয়বুর রহমান, উন্নয়নে আলো ছড়াচ্ছে ০৬ নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ, অভায়নগর, যশোর।
মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি :..

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি :

চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমান ০৬ নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ , অভায়নগর, যশোর এ দায়িত্ব গ্রহণের পর থেকে ইউনিয়নে দৃশ্যমান হয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্প। গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, ব্রিজ-কালভার্ট নির্মাণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারসহ নানা কার্যক্রমে ইউনিয়ন পরিষদ ব্যাপক সাফল্য অর্জন করেছে। এসব অবদানের স্বীকৃতি দিয়েছে সরকারও। যশোর ডিসি অফিস থেকেও তাকে সেরা কাজের স্বীকৃতি প্রদান করা হয়েছে, যা বাঘুটিয়া ইউনিয়নের জন্য গর্বের বিষয়।

চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমান  পিতা এক সময় ০৬ নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন দীর্ঘ ২৫ বছর । তিনি দায়িত্ব পালনকালে তিনি সততা, ন্যায়পরায়ণতা ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। জনকল্যাণে শুধু প্রশাসনিক দায়িত্বই নয়, নিজের ব্যক্তিগত সম্পত্তি থেকেও ব্যয় করেছেন তিনি। গ্রামীণ অবকাঠামো ও সামাজিক উন্নয়নে নিজের জমিজমা বিক্রি করে মানুষের কল্যাণে ব্যয় করা তার অনন্য উদাহরণ। সেই সুনামের ভিত্তিতেই আজও মানুষ তাকে স্মরণ করে। বাবার পথ অনুসরণ করে ছেলে তয়েবুর রহমানও একইভাবে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

এছাড়া জন্ম নিবন্ধন সঠিককরণ কার্যক্রমে বিশেষ ভূমিকা পালন করেছেন চেয়ারম্যান তয়েবুর রহমান, যার ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে।

চেয়ারম্যান মোঃ তয়েবুর রহমান বলেন, “আমার বাবার মতো আমিও চাই মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে। জনগণের দোয়া ও সহযোগিতা নিয়েই আমি একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

 

No comments found