পিরোজপুরের অন্যতম আকর্ষণ 'বড় মসজিদ'।

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
পিরোজপুর বড় মসজিদ; যা পিরোজপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।

প্রায় ১৫০ বছর পূর্বে ব্রিটিশ শাসনামলে হাফেজ মোহাম্মদ সোলায়মান নামে এক ব্যক্তি ভারতের জৈনপুর (বর্তমান উত্তর প্রদেশ) থেকে এসে এ মসজিদটির গোড়াপত্তন করেন। তখন অবশ্য মসজিদটি শুধু সরল কাঠ এবং গোলপাতার ছাউনিযুক্ত ছিল। 

হাফেজ সোলায়মান দীর্ঘ ৪০ বছর ধরে এ মসজিদের ইমামতি সহ অভ্যন্তরীণ সবকিছু দেখাশুনা করেন। পরে তিনি বার্ধক্যজনিত কারণে তাঁর পুত্র হাফেজ মোহাম্মদ নোমানকে ভারত (জৈনপুর) থেকে এখানে নিয়ে আসেন। তারপর এ মসজিদে ধর্মপ্রাণ মুসলমানদের নামায আদায় সহ মুসলিম সংস্কৃতিতে আরো গতি সঞ্চার হয়। 

১৮৯৫ সালে মসজিদটিকে পাকা ভবনে রুপ দেয়া হয়। যা মাটির গায়ে ইট-চুনকাম দ্বারা সজ্জিত করা হয়। 

(পিরোজপুর) বড় মসজিদ এখন অবশ্য ৫ তলা বিশিষ্ট সুবিশাল একটি ভবন/স্থাপনা। তবে প্রাচীন ভবনের একটি অংশ এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে! এ মসজিদটি এখানকার ইসলামী সংস্কৃতির প্রাণকেন্দ্র তো অবশ্যই; এমনকি এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্যেরও অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস/স্থাপনা।

No comments found