close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে

পিরোজপুরে জেলা ও উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে ও সদস্য সচিব মো. তহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন ও নাসির আহম্মেদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. হারুন অর রশিদ, শিল্প সম্পাদক মো. নুরুল আলম বিপ্লব, কৃষি সম্পাদক মো. আলাউদ্দিন খান, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম এবং জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ।

বক্তারা বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার রূপরেখা। তারা অভিযোগ করেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, নিরীহ মানুষ হত্যা ও লুটপাটে জড়িত ছিল, কিন্তু আজও জাতির কাছে ক্ষমা চায়নি। আমরা মুসলমান, কিন্তু ধর্মকে রাজনীতির ব্যবসায়িক হাতিয়ার বানাই না।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

No comments found