close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের র‍্যালি, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

‎পিরোজপুরে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

টাউন ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয়। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে শত শত নেতাকর্মী এতে অংশ নেন। র‍্যালি ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো: আলাউদ্দিন খান।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ, ১ নং যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান লিটু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ রায়হান, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা নাদিম মল্লিক ও সদস্য সচিব আহসান দরানি।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা ও জাতীয় সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা অভিযোগ করেন, দেশে গণতন্ত্র আজ চরমভাবে সংকুচিত, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এ অবস্থায় স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে।

‎পথসভা শেষে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন দলের নেতারা। একইসঙ্গে জেলা হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছাসেবক দল পরিবেশ রক্ষা ও জনসচেতনতা তৈরিতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

No comments found