বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, মহিউদ্দিন মল্লিক নাসির এবং মরহুমের একমাত্র ছেলে গাজী কামরুজ্জামান শুভ্র।
বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, দলের দুর্দিনে তিনি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির অবিসংবাদিত নেতা। তাঁর ত্যাগ, তিতিক্ষা ও দৃঢ় নেতৃত্ব জেলা বিএনপিকে সুসংগঠিত করেছে। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
আলোচনা শেষে গাজী নুরুজ্জামান বাবুলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।