close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা‎..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে..

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

‎জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ।

আরও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মো: রেজাউল হাসান, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: রানা মিয়া, জেলা মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুলসহ মৎস্য চাষী ও উদ্যোক্তাগণ।

‎বক্তারা বলেন, সরকার মৎস্য খাতকে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে মাছের উৎপাদন বাড়ছে এবং রপ্তানি আয়ও বৃদ্ধি পাচ্ছে। মৎস্য সপ্তাহের মাধ্যমে জনগণকে সচেতন করে এ খাতকে আরও এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মাছ চাষি, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

No comments found