কায়সার রেজা লাবণ্য স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও,ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় পীরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের তত্ত্বাবধায়ক কমিটির আয়োজনে হাসপাতালের হলরুমে অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির প্রধান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় নবনির্বাচিত সভাপতি, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি রেজওয়ানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলুর রশিদ, কার্যনির্বাহী সদস্য ফেরদৌসী বেগম ও রুহুল আমিনসহ অনেকে।
বক্তারা পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন তত্ত্বাবধায়ক কমিটির সদস্যরা। পরে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।
এ সময় পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির গঠনতন্ত্র মোতাবেক কার্যনির্বাহী পরিষদ গঠনের প্রয়োজনীয় পদ সংখ্যা প্রার্থীত পদের সমান হওয়ায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।