close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পবিপ্রবিতে ইএসডিএম অনুষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Md Shafiullah avatar   
Md Shafiullah
মোঃ ছফিউল্লাহ্,পবিপ্রবি প্রতিনিধি

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের (ইএসডিএম) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

 

“একসাথে লড়বো, দুর্যোগ মোকাবেলা এবং পরিবার রক্ষা করে বাংলাদেশ গড়বো” — এ স্লোগানকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

 

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে ইএসডিএম অনুষদের সামনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুষদের ডিন অধ্যাপক ড. মহসীন হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ পারভেজ, ইমারজেন্সি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুজ্জোহা, ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. ফয়সাল, জিও-ইনফরমেশন সায়েন্স অ্যান্ড আর্থ অবজারভেশন বিভাগের চেয়ারম্যান মওয়া সিদ্দিকা এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করে ইএসডিএম ক্লাব।

 

অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়। এরপর প্রধান অতিথির নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

 

ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. তরিকুল ইসলাম সজিব বলেন,

 “পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি অনুষদের সফলতা কামনা করি। শিক্ষার্থীরা যেন জ্ঞান ও গবেষণার মাধ্যমে দেশ-বিদেশে অনুষদকে পরিচিত করতে পারে—সেই প্রত্যাশা করছি।”

 

দ্বিতীয় ব্যাচের গ্র্যাজুয়েট এবং বর্তমানে জিও-ইনফরমেশন সায়েন্স অ্যান্ড আর্থ অবজারভেশন বিভাগের চেয়ারম্যান মওয়া সিদ্দিকা বলেন, “পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য এক মহৎ উপলক্ষ। আমি গর্বের সাথে স্মরণ করছি তাদের, যারা সূচনালগ্ন থেকেই এ অনুষদের উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় অনুষদটি গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে আমাদের বিভাগ দূর অনুধাবন (রিমোট সেন্সিং), ভূ-তথ্য ব্যবস্থা (জিআইএস) এবং তথ্যপ্রযুক্তি-ভিত্তিক গবেষণার মাধ্যমে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাকে আধুনিক ও তথ্যনির্ভর করছে। আমি বিশ্বাস করি শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তনদের সম্মিলিত প্রচেষ্টায় এই অনুষদ ভবিষ্যতে জাতীয় ও বৈশ্বিক পরিসরে আরও সমৃদ্ধ হবে।”

 

প্রধান অতিথির বক্তব্যে অনুষদের ডিন অধ্যাপক ড. মহসীন হোসেন খান বলেন,

 “পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ দক্ষিণাঞ্চলের দুর্যোগ ও পরিবেশ দূষণ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাশাপাশি কমিউনিটি সার্ভিসেও অনুষদ অবদান রেখেছে। আমি অনুষদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা ও গবেষণায় আরও সমৃদ্ধি কামনা করছি।”

 

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে পবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ দক্ষিণাঞ্চলসহ সমগ্র দেশের দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জীবন ও জীবিকার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

No comments found