close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পায়ুপথে ইয়াবা পাচার; ঠাকুরগাঁও ডিবি পুলিশের হাতে ৪ যুবক আটক!..

Bidhan Das avatar   
Bidhan Das
ঠাকুরগাঁওয়ে অভিনব পন্থায় পায়ুপথ দিয়ে পেটে করে ইয়াবা পাচারকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ৪ যুবক আটক হয়েছে।..
বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুরে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন হাজার একশত পিচ ইয়াবা ট্যাবলেট, একটি মটরসাইকেল ও তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ।
 
আটককৃতরা হলেন- জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি (মোড়লহাট) এলাকার মকবুল হোসেন এর ছেলে আসরাফুল ইসলাম (৩৭), কিসমত পলাশবাড়ী-মালদহপাড়ার কবির হোসেনের ছেলে নুর জামাল (২৮), একই গ্রামের মতিউর রহমানের ছেলে রাজিব রানা (২২) ও দক্ষিন পারুয়া গ্রামের দবিরুল হকের ছেলে মোতালেব হক (২২)।
 
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি মোঃ মামুন অর রশীদ।
 
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবিউল ইসলাম জানান, কক্সবাজার হতে মাদকের একটি বিশাল চালান আসছে গোপন সংবাদে এমন তথ্য জানতে পেরে জেলা ডিবি পুলিশের ওসি মামুন অর রশীদের নেতৃত্বে একটি চৌকশ টিম রাণীশংকৈল থানাধীন নেকমরদ-কাতিহারগামী সড়কে চেকপোষ্ট বসায়। এসময় তিন যুবককে সন্দেহজনক মনে হলে তাদের চ্যালেঞ্জ করে ডিবি পুলিশ। এসময় তাদের প্রত্যেকের কাছে একটি করে মোট তিনটি ইয়াবার পটলা পায়। পরে তাদের আরও জিজ্ঞাসাবাদ করলে তারা পায়ুপথের মাধ্যমে পেটে আরও ইয়াবা বহন করছে বলে জানায়। পরবর্তীতে তাদের পেট থেকে আরও তিনটি ইয়াবার পটলা সহ মোট ৬টি পটলায় মোট ৩১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের নিতে মটরসাইকেল যোগে আরও এক যুবক এলে কৌশলে তাকেও আটক করা হয়। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছ বলেও জানান তিনি।
No comments found