close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পাটগ্রামে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদন্ড

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট করেসপন্ডেন্টঃ

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নির্বাহী হাকিম ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সবুজ ইসলাম (৩০)।

তিনি পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশের নেতৃত্বে থানার উপপরিদর্শক (এস আই) হামিদুর রহমানসহ থানার একদল পুলিশ সদস্য নিয়ে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের সিংগিমারি নদীর ডাহাটি নামক এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় আদালত নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অভিযোগে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের সবুজ নামের এক ব্যক্তিকে আটক করেন। পরে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এ সময় পাটগ্রাম থানার পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন করে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অপরাধে সবুজ নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments found