close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পানি নিষ্কাশনের দাবিতে হাঁটুপানিতে এলাকাবাসীর মানববন্ধন।..

Md Mamunur Rashid avatar   
Md Mamunur Rashid
দুর্ভোগের শিকার প্রায় ১ হাজার পরিবার!

বগুড়ার শেরপুরে শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা পশ্চিমপাড়া, রহমতপুর ও রহমতপুর পূর্বপাড়া এলাকার প্রায় ১ হাজার পরিবার দীর্ঘ চার মাস ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তাই পানি নিষ্কাশনের দাবিতে এলাকাবাসী হাঁটুপানিতে নেমে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার বিকেল ৪টায় রহমতপুর গ্রামের সর্বস্থরের মানুষ হাঁটুপানিতে নেমে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে স্থানীয়দের মধ্যে আলতাফ হোসেন, জালাল উদ্দিন, আব্দুল লতিফ, লিটন, সোহাগ, উজ্জ্বল, আসাদুল, সানোয়ার হোসেন, স্বপন, সেলিনা, আফরোজাসহ অনেকে অভিযোগ করে বলেন," পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষার শুরু থেকেই সব রাস্তাঘাট, বাসাবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। এতে শিশুদের স্কুলে যাতায়াতে সমস্যা, মসজিদে নামাজ আদায়ে বাধাগ্রস্থ হওয়াসহ বহু মানুষ পানিবাহিত রোগেও আক্রান্ত হচ্ছেন। অসুস্থ রোগীদেরও সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।" বর্ষা মৌসুমের শুরু থেকেই এসব দৈনন্দিন প্রয়োজনীয় স্থান ডুবে থাকায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন তারা। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী আবুল কালাম আজাদ বলেন, “এবার বেশি বৃষ্টিপাত হয়েছে। পানি নিষ্কাশনের জন্য নতুন ড্রেন নির্মাণ জরুরি। আমরা ইতিমধ্যে জরিপ করেছি, দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

এছাড়াও শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান, “খোঁজ নিয়ে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

No comments found