রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত রাতে ১৩ জুয়ারিসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে।
পাংশা মডেল থানা সূত্রে জানা গেছে, পুলিশের নিয়মিত টহল ও ওয়ারেন্ট তামিল অভিযানে গিয়ে তাদের আটক করা হয়। বুধবার মধ্যরাতের পর উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজার এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযান পরিচালনা করার সময় তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদে অভিযান চালিয়ে একই স্থান থেকে ১৩ জনকে আটক করে পুলিশ। এদিকে ওয়ারেন্টভুক্তসহ অন্যান্য মামলার ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এই তথ্য নিশ্চিত করে বুধবার দুপুরে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত জুয়ারিরা হলো: ১. মো. সুজন চৌধুরী (৩২), পিতা- আ. কুদ্দুস চৌধুরী, ২. আ. সালাম মন্ডল (২৮), পিতা- আ. রহিম মন্ডল, ৩. আব্দুল মন্ডল (৩৮), পিতা- মৃত চাঁদ আলী মন্ডল, ৪. মো. আলীম মিয়া (৩৫), পিতা- মো. হোসেন আলী, ৫. মো. ওলিদ মন্ডল (২৯), পিতা- মো. জামাল মন্ডল, ৬. মো. আহাদুল চৌধুরী (৪০), পিতা- আবু সাইদ চৌধুরী, ৭. আবু কালাম মন্ডল (৪০), পিতা- চাঁদ আলী মন্ডল, ৮. রাসেল ফকির (২৮), পিতা- আ. রাজ্জাক ফকির, ৯. মো. রেজাউল মন্ডল (৪৫), পিতা- মৃত জসিম উদ্দিন, (সর্ব সাং- জীবননালা), ১০. মো. মোহন মিয়া (৩৫), পিতা- মৃত মোস্তফা মিয়া, ১১. তোফাজ্জেল হোসেন ওরফে তুফান মন্ডল (৩৫), পিতা- চাঁদ আলী মন্ডল, ১২. সজীব মুন্সি (২৫), পিতা- মো. সাবু মুন্সি, ১৩. আলম শিকদার (৩৪), পিতা- মৃত ছানার উদ্দিন। উল্লিখিত সকলেই পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাসিন্দা।