পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মুল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৭ দিন ব্যাপী জাতীয় মৎস সপ্তাহ/২৫ সমাপ্ত হয়েছে।
২৪ আগস্ট রোববার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের মুল্যায়ন , সমাপনী ও সংস্কৃতিক অনুষ্টান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বালিঘাটা ইউপি'র সাবেক চেয়ারম্যান আবুল হোসেন,
শেষে শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭ দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের সমাপ্তি করা হয়।