আল আমিন
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় পাঁচবিবি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতি ও সম্মতিতে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাবেক থানা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান।
অন্যান্য সদস্যরা হলেন—বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ,বীর মুক্তিযোদ্ধা বাবলু হোসেন ,বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ,বীর মুক্তিযোদ্ধা আবদুল সাত্তার ,
আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু বলেন,
“আমি যতদিন দায়িত্বে থাকবো, পাঁচবিবি উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করব। মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়ন ও সার্বিক কল্যাণে তাদের পাশে থাকবো ইনশাল্লাহ।”
নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু।
এছাড়া পাঁচবিবি থানা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আবু তাহের, যুবনেতা সাব্বিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।