মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ২ নং ওয়ার্ডের সুইসগেট পাড়া জামে মসজিদ উন্নয়ন কাজে অর্ধলক্ষ টাকা প্রদান করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।
শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজ শেষে তিনি মসজিদ কমিটির হাতে নগদ টাকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, মসজিদের পেশ ইমাম সহ অত্র মসজিদের মুসল্লি ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় ছাত্রনেতা শামীম হোসেন বলেন, বিএনপির রাজনীতি করার কারণে দীর্ঘ ১৭ বছর মিথ্যা মামলা হামলা ও জেল জুলুমের সাথে সংগ্রাম করে বাঁচতে হয়েছে। এ কারণে এতদিন আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ হয়নি। ইনশাআল্লাহ সেই পরিস্থিতি কেটে গেছে। আগামীতে আপনাদের সুখে দুখে পাশে থাকবো এবং মসজিদ উন্নয়নে আরো সহযোগিতা প্রদান করা হবে বলে জানান।