close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ওডিআই সিরিজে সমতা আনলো ওঃ ইন্ডিজ।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ২য় ম্যাচ।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে গতকাল (১০ আগস্ট) বৃষ্টিবিঘ্নিত (সিরিজের) ২য় ম্যাচে টসে জিতে ওঃ ইন্ডিজ প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। বৃষ্টির কারণে ম্যাচটি ৩৭ ওভারে কমিয়ে আনা হয়। 

সফরকারীরা ব্যাটিংয়ে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি। নির্ধারিত ৩৭ ওভার শেষে তারা ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে গত ম্যাচের সর্বোচ্চ স্কোরার এবং ম্যাচ-সেরা হাসান নাওয়াজ করেন অপরাজিত ৩৬ রান ৩০ বল খেলে ৩টি ছয় সহ। এছাড়া হুসাইন তালাতের ব্যাট থেকে আসে ৩১ (৩২) রান ৪টি চারের সহায়তায়। বাকিদের মধ্যে কেউ আর ত্রিশ ছুঁতে পারেননি। স্বাগতিকদের পক্ষে জেইডেন সিলসের বোলিং বিশ্লেষণ ছিল ৭-২-২৩-৩। 

ডাকওয়ার্থ লুইস নিয়মে ওঃ ইন্ডিজের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৫ ওভারে ১৮১। স্বাগতিকরা তাদের ইনিংসের শুরু থেকে অবশ্য খুব একটা স্বস্তিতে ছিল না। একপর্যায়ে ১০৭ রানে তাদের ৫ম উইকেটের পতন ঘটে। 

তারপর রোস্টন চেজ (৪৯*) এবং জাস্টিন গ্রিভস (৩১*)-এর ৬ষ্ঠ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন (৭২ বলে) ৭৭ রানের কারণে ১০ বল হাতে রেখেই ৩৩.২ ওভারে ১৮৪/৫ রান করে ৫ উইকেটের মোটামুটি সহজ জয় পায় ওঃ ইন্ডিজ। দলের হয়ে এছাড়া উল্লেখযোগ্য অবদান ছিল শেরফান রাদারফোর্ডের ৪৫ (৩৩) ৪টি চার ও ৩টি ছয় সহ এবং অধিনায়ক শাই হোপ করেন ৩২ (৩৫) রান। পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজের বোলিং ফিগার ছিল ৭-০-১৭-২। এছাড়া হাসান আলী ৩৫ রানের বিনিময়ে পান ২ উইকেট।

ওঃ ইন্ডিজের রোস্টন চেজ তার ৪৭ বলে (৪টি চার ও ২টি ছয় সহ) ৪৯* রান এবং বোলিংয়ে (২৬ রানের বিনিময়ে) ১ উইকেটের জন্য ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হন। ২য় ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ এ সমতা।

Aucun commentaire trouvé