close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

অসহায় নারীর মুখে হাসি ফোঁটালেন হাজী সাত্তার

Rakibul Islam avatar   
Rakibul Islam
শনিবার সকালে পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সনদ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।..

সিরাজগঞ্জে অসহায় ও দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে ৪০ জন নারীর হাতে সনদপত্র ও একটি করে সেলাই মেশিন তুলে দিয়েছেন ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার।

শনিবার সকালে পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সনদ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজসেবক হাজী আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে তিনি বলেন, “আমার জীবনের লক্ষ্য সবসময় মানুষের কল্যাণে কাজ করা। সমাজের অসহায় নারীদের মুখে হাসি ফোঁটানোই আমার সবচেয়ে বড় অর্জন। আজ যারা সেলাই মেশিন পেলেন, তারা যেনো পরিবারকে সমৃদ্ধ করতে পারেন এবং সন্তানদের পড়াশোনা চালিয়ে নিতে পারেন।”

সেলাই মেশিনপ্রাপ্ত বিধবা রাশিদা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “স্বামী মারা যাওয়ার পর সংসার চালানো ছিল কষ্টকর। এই মেশিন আমাকে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। হাজী সাত্তার সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ রাখুন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান। এছাড়া বক্তব্য রাখেন হাজী কোরপ আলী সরকার কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মোকতেল হোসেন, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম খান রানা, সাবেক পৌর কাউন্সিলর আমির হোসেন, এলাকার মুরুব্বি আজাহার আলী মন্ডল, সাবেক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রশিক্ষক মুন্নি মাহমুদ মুন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

উল্লেখ্য, হাজী আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণসহ মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

No comments found