ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: “অপরাধী যেই হোক, যে দলেরই হোক, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।” -এমন মন্তব্য করেছেন ভালুকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি কিছু ব্যক্তির অপরাধমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতিমধ্যেই তাদের আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করেছে এবং প্রশাসনকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
তিনি বলেন, “বিএনপির পক্ষ থেকে কাউকে সেফ করার কোনো রকম ইচ্ছা বা প্রচেষ্টা নেই। বরং দেশের বিভিন্ন স্থানে যেই দলের নেতা-কর্মীই অপরাধে জড়িত হচ্ছে, তাদের বিরুদ্ধে দল তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিচ্ছে।”
মাহমুদুল হাসান বাবু আরও অভিযোগ করে বলেন, “কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তারেক রহমানকে ঘিরে বিভ্রান্তিকর ও বিতর্কিত স্লোগান দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে, তারা কোনো না কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করছে।”
তিনি সাধারণ জনগণের উদ্দেশে বলেন, “আপনারা স্লোগান না দিয়ে অপরাধীর শাস্তি চান। আমরাও চাই-অপরাধীর সর্বোচ্চ শাস্তি হোক। দলীয় পরিচয়ে নয়, বিচার হোক অপরাধের ভিত্তিতে।”