close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

অজ্ঞাতনামা বৃদ্ধার সড়ক দুর্ঘটনায় মৃত্যু: পরিচয় জানতে পুলিশের আহ্বান..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আবদুল্লাহ আল মামুন : কোম্পানীগঞ্জ (নোয়াখালী),

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা বৃদ্ধা (বয়স আনুমানিক ৬৫ বছর) মৃত্যুবরণ করেছেন। তার পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে উপজেলার হাবিবপুর এলাকার মোল্লা বাড়ীর দরজার সামনে পাকা রাস্তার উপর এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত নারীর মাথার উপরের অংশ ও কপালের বাম পাশ থেঁতলানো ছিল, গলার বাঁ পাশে চাপের দাগ ছিল বলে জানিয়েছে পুলিশ। তার পরনে ছিল লাল ও গোলাপি রঙের সেলোয়ার কামিজ। উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ১০৫ ধারায় একটি মামলা (নং-০৯, তারিখ: ১২/০২/২০২৫) রুজু হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

মৃতের পরিচয় শনাক্তে পুলিশ ইতোমধ্যে সারাদেশের থানাগুলোতে বার্তা প্রেরণ করেছে। 

এছাড়া, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য এবং গ্রাম পুলিশের সহায়তায় মৃত নারীর ছবি প্রদর্শন করে পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

যদি কেউ মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সুমন চন্দ্র দাস (মোবাইল: ০১৭০১-৩০০১৫২, ডিউটি অফিসার ০১৩২০১১১০৯০ ) সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিষয়টি গুরুত্বসহকারে দেখা প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে।

Không có bình luận nào được tìm thấy