ঐতিহাসিক লালদিঘীর পাড় সিনেমা প্যালেস এখন অঘোষিত পতিতাপল্লী!..

মাজহারুল রানা avatar   
মাজহারুল রানা
ঐতিহাসিক লালদিঘীর পাড় সিনেমা প্যালেস এখন অঘোষিত পতিতাপল্লী! প্রশাসনের নীরবতায় চলছে অনৈতিক ব্যবসা ও মাদকের সাম্রাজ্য..

চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান লালদিঘীর পাড় আজ পরিণত হয়েছে অনৈতিকতা ও অপরাধের আখড়ায়। দেহব্যবসা, ইয়াবা, গাঁজা—সব চলছে প্রায় প্রকাশ্যেই। অথচ আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে রহস্যজনক নীরবতায়। এলাকাবাসীর প্রশ্ন—প্রশাসন কি এই অন্ধকার জগতের পৃষ্ঠপোষক?

স্থানীয় সূত্রে জানা গেছে, এই অবৈধ কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ‘হোটেল বি বাড়িয়া’। হোটেলটি নিয়ন্ত্রণ করছে সিরাজ নামের এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা পতিতারা পথচারী পুরুষদের টার্গেট করে ডেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে যায়। সেখানে নারীর সঙ্গে অনৈতিক কার্যকলাপের পাশাপাশি চলে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যের লেনদেন।

এতে পরিবার নিয়ে চলাচলকারী সাধারণ মানুষ প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই চক্র সক্রিয় থাকলেও প্রশাসনের নীরবতা তাদের আরও বেপরোয়া করে তুলেছে।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, “আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মনে হচ্ছে, এখানে আইনের শাসন নয়, বরং অপরাধীদের শাসন চলছে।

 

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

 

Aucun commentaire trouvé