মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ০৫ ঘটিকায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে ঐতিহাসিক জুলাই-২৪ ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. জাকির হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, অঞ্চল টিম সদস্য বরিশাল, সাবেক নায়েবে আমীর, অধ্যাপক আব্দুস সালাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পটুয়াখালী জেলা আমির, অ্যাড. নাজমুল আহসান, পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারী, মুসল লিয়া বর্গ এবং নানা শ্রেণির পেশাজীবি ব্যাক্তি বর্গ।
সবশেষে ২৪ শে জুলাইয়ের আহত এবং শহীদদের জন্য বিশেষ ভাবে দোয়ার প্রার্থনা করা হয়।